মাকালফলের আবির্ভাব
মাকালফলের আবির্ভাব
সাইয়িদ রফিকুল হক
মাকালফলের আবির্ভাবে খাচ্ছে জাতি ধরা,
তারউপরে আছে আবার নোটটা কড়কড়া!
মাকালফলের হাসি দেখে চমকে ওঠে পিলে,
ওরা বুঝি দেশটা আমার খাবে এবার গিলে!
মুখের হাসি দেখলে তুমি ভাববে কোনো পীর,
আসলে যে মুখচোরা সব খেতে জানে ক্ষীর!
পোশাকআশাক দেখে তুমি পাবে ভীষণ ভয়,
এদের মতো ভলোমানুষ আর কি দেশে হয়!
আসলে যে মাকালফলের রংটা শুধু সার,
ভিতর-বাইরে আছে নাকি তেমনকিছু আর?
মাকালফলের রঙটা দেখে ভুলো নারে মন,
ভিতরটা যে গন্ধে ভরা সইবে কতক্ষণ?
চকচকে ওই মাকালফলে দিচ্ছে বড় ধোঁকা,
ওদের ফাঁদে পড়বে যারা, তারা ভীষণ বোকা!
মাকালফলে তেমনকিছু দেখি নাতো ভাই,
বিশ্বসভায় হবে নারে ওদের কোনো ঠাঁই।
মাকালফলের কথা শুনে ভয় পেয়ো না কেহ,
একটু পরেই পচে যাবে ওদের সোনার দেহ।
আসল যারা কঠোর তারা হয়তো একটু কড়া,
দেখবে তুমি এদের মনই ভীষণ মায়াভরা।
মাকালফলের নাটক দেখে ভুলো নারে মন,
তোমায় একটু কাছে টেনে চায় যে ওরা ধন।
লোভীর দলে সাজবে কত এমন মাকালফল,
তবুও যেন জাতির জিভে আসে নাকো জল!
সাইয়িদ রফিকুল হক
০৯/১১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মাকালফলের আবির্ভাবে খাচ্ছে জাতি ধরা,
তারউপরে আছে আবার নোটটা কড়কড়া!
মাকালফলের হাসি দেখে চমকে ওঠে পিলে,
ওরা বুঝি দেশটা আমার খাবে এবার গিলে!
মুখের হাসি দেখলে তুমি ভাববে কোনো পীর,
আসলে যে মুখচোরা সব খেতে জানে ক্ষীর!
পোশাকআশাক দেখে তুমি পাবে ভীষণ ভয়,
এদের মতো ভলোমানুষ আর কি দেশে হয়!
আসলে যে মাকালফলের রংটা শুধু সার,
ভিতর-বাইরে আছে নাকি তেমনকিছু আর?
মাকালফলের রঙটা দেখে ভুলো নারে মন,
ভিতরটা যে গন্ধে ভরা সইবে কতক্ষণ?
চকচকে ওই মাকালফলে দিচ্ছে বড় ধোঁকা,
ওদের ফাঁদে পড়বে যারা, তারা ভীষণ বোকা!
মাকালফলে তেমনকিছু দেখি নাতো ভাই,
বিশ্বসভায় হবে নারে ওদের কোনো ঠাঁই।
মাকালফলের কথা শুনে ভয় পেয়ো না কেহ,
একটু পরেই পচে যাবে ওদের সোনার দেহ।
আসল যারা কঠোর তারা হয়তো একটু কড়া,
দেখবে তুমি এদের মনই ভীষণ মায়াভরা।
মাকালফলের নাটক দেখে ভুলো নারে মন,
তোমায় একটু কাছে টেনে চায় যে ওরা ধন।
লোভীর দলে সাজবে কত এমন মাকালফল,
তবুও যেন জাতির জিভে আসে নাকো জল!
সাইয়িদ রফিকুল হক
০৯/১১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুন্সি আব্দুল কাদির ১৬/১২/২০১৮ভালই ভাবনা