ভোটলোভীরা ব্যস্ত এখন
ভোটলোভীরা ব্যস্ত এখন
সাইয়িদ রফিকুল হক
ভোটলোভীরা ফন্দি করে
চাইছে কত ভোট,
টালবাহানার রাজনীতিতে
আছে এদের জোট!
জাতির পায়ে কুড়াল মেরে
চাইছে এরা হাঁটতে,
নিজের স্বার্থে দেশের বেড়া
চাচ্ছে এরা কাটতে!
নিজের পায়ে হাঁটতে মানা
চড়ছে পরের কাঁধে,
লোভআগুনে ফাটল খোঁজে
বাংলাদেশের বাঁধে!
ভোটলোভীরা ব্যস্ত এখন
ফটকা-বুলি ছাড়তে,
মূর্খগুলোর ভোটটা ওরা
চায় যে এবার কাড়তে!
মুখোশধারী-ছদ্মবেশী
খেলছে ভোটের খেলা,
ক’দিন পরে দেখবো আরও
রাজাকারের মেলা!
পরের ঘরের বেড়া কেটে
ঢুকছে চোরের দল,
ভেল্কিবাজি-খেলোয়াড়ে
জানে ভীষণ ছল!
ভোটের আশায় ডিগবাজিতে
ভাঙছে কারও হাড়,
তবুও দেখি স্বার্থনেশায়
নাই যে কোনো ছাড়!
দেশদরদী সাজতে গিয়ে
পড়ছে ধরা চোর,
টক-শো-পার্টির ভণ্ডগুলো
করছে তবুও শোর!
চোরের গলা এখন দেখি
হচ্ছে বেশি বড়,
বীর-বাঙালি জেগে উঠে
এবার এদের ধরো।
সাইয়িদ রফিকুল হক
০৭/১১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ভোটলোভীরা ফন্দি করে
চাইছে কত ভোট,
টালবাহানার রাজনীতিতে
আছে এদের জোট!
জাতির পায়ে কুড়াল মেরে
চাইছে এরা হাঁটতে,
নিজের স্বার্থে দেশের বেড়া
চাচ্ছে এরা কাটতে!
নিজের পায়ে হাঁটতে মানা
চড়ছে পরের কাঁধে,
লোভআগুনে ফাটল খোঁজে
বাংলাদেশের বাঁধে!
ভোটলোভীরা ব্যস্ত এখন
ফটকা-বুলি ছাড়তে,
মূর্খগুলোর ভোটটা ওরা
চায় যে এবার কাড়তে!
মুখোশধারী-ছদ্মবেশী
খেলছে ভোটের খেলা,
ক’দিন পরে দেখবো আরও
রাজাকারের মেলা!
পরের ঘরের বেড়া কেটে
ঢুকছে চোরের দল,
ভেল্কিবাজি-খেলোয়াড়ে
জানে ভীষণ ছল!
ভোটের আশায় ডিগবাজিতে
ভাঙছে কারও হাড়,
তবুও দেখি স্বার্থনেশায়
নাই যে কোনো ছাড়!
দেশদরদী সাজতে গিয়ে
পড়ছে ধরা চোর,
টক-শো-পার্টির ভণ্ডগুলো
করছে তবুও শোর!
চোরের গলা এখন দেখি
হচ্ছে বেশি বড়,
বীর-বাঙালি জেগে উঠে
এবার এদের ধরো।
সাইয়িদ রফিকুল হক
০৭/১১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মাজু ইব্রাহীম ০৯/১১/২০১৮সত্যি
-
কবি মাজু ইব্রাহীম ০৮/১১/২০১৮অবাক