ওঠরে তরুণ
ওঠরে তরুণ
সাইয়িদ রফিকুল হক
বিপদটাতো কেটে গেছে আঁধার রাতের শেষে,
শকুনগুলো মরছে এখন কলজে ফেটে দেশে।
পরের ভালো দেখলে এরা লাফায় ব্যাঙের মতো,
নিজের পাপে অভিশাপে হবে সবাই নত।
খুনীর দলে নীতিকথা বললে কেহ মানে?
ওদের স্বভাব মানুষজনে ভালোমতোই জানে।
তবুও এরা লাফায় বেশি দেখায় কত পেশী!
একেকটাকে দেখলে তুমি ভাববে এলোকেশী!
পরের ক্ষতি করতে এরা নামবে নিজে কূপে,
গোড়া কেটে গাছের আগায় ঢালবে পানি চুপে!
এদের মতো ধান্দাবাজে ভেল্কি দেখায় কত,
দেশের মানুষ এদের চাপে হবে নাকি নত?
আঁধার রাতের বিপদ যেন আসে নাকো আর,
অলসঘুমের জোয়ার ভেঙে জেগে ওঠো আবার।
মুখচেনা সব বাঁদরগুলো ভেংচি কাটে নেশায়,
ওঠরে তরুণ, রুখে দাঁড়া, জাতির সর্বনাশায়।
সাইয়িদ রফিকুল হক
০৫/১১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
বিপদটাতো কেটে গেছে আঁধার রাতের শেষে,
শকুনগুলো মরছে এখন কলজে ফেটে দেশে।
পরের ভালো দেখলে এরা লাফায় ব্যাঙের মতো,
নিজের পাপে অভিশাপে হবে সবাই নত।
খুনীর দলে নীতিকথা বললে কেহ মানে?
ওদের স্বভাব মানুষজনে ভালোমতোই জানে।
তবুও এরা লাফায় বেশি দেখায় কত পেশী!
একেকটাকে দেখলে তুমি ভাববে এলোকেশী!
পরের ক্ষতি করতে এরা নামবে নিজে কূপে,
গোড়া কেটে গাছের আগায় ঢালবে পানি চুপে!
এদের মতো ধান্দাবাজে ভেল্কি দেখায় কত,
দেশের মানুষ এদের চাপে হবে নাকি নত?
আঁধার রাতের বিপদ যেন আসে নাকো আর,
অলসঘুমের জোয়ার ভেঙে জেগে ওঠো আবার।
মুখচেনা সব বাঁদরগুলো ভেংচি কাটে নেশায়,
ওঠরে তরুণ, রুখে দাঁড়া, জাতির সর্বনাশায়।
সাইয়িদ রফিকুল হক
০৫/১১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৭/১১/২০১৮আমাদের দেশের শকুনগুলো বারবার জেগে ওঠে তরুণদের একাত্মতার অভাবে।
-
শচীন কর্মকার ০৭/১১/২০১৮মনমুগ্ধকর
-
শেখ ফারুক হোসেন ০৬/১১/২০১৮চমৎকার
-
রাহুল শীল(হুসবসার) ০৬/১১/২০১৮বেশ দারুন লিখলে। শুভ কামনা রইলো
-
আবুল হায়দার তরিক ০৬/১১/২০১৮জেগেউঠুক তারুণ্য
-
প্রশান্ত কুমার ঘোষ ০৬/১১/২০১৮দারুন আহ্বান
-
ইবনে মিজান ০৫/১১/২০১৮বেশ