লোভীর দল
লোভীর দল
সাইয়িদ রফিকুল হক
অর্থলোভী-খাদ্যলোভী
পায় না ভালোকিছু,
লোভআগুনের শিখা দেখে
হাসে কোলের শিশু!
লোভ করিতে ভীষণ মানা
লোভ যে বড় পাপ,
লোভ জমিয়া হয় যে পরে
বিরাট বড় সাপ!
সাপগুলো সব গর্ত থেকে
দিচ্ছে ভীষণ উঁকি,
এরা সবাই রক্তলোভী
আবার আগুনমুখী!
অল্পে এরা তুষ্ট নয় রে
চায় যে খুবই বেশি,
বুদ্ধিদোষে না পারিলেও
এদের আছে পেশী!
লোভীর দলে মিষ্টিকথা
যতই বলুক সুখে,
ওই হাসিতে ঢেউ জাগে না
বীর-জনতার বুকে।
মানুষগুলো মূর্খ এখন
বোঝে নাতো ভালো,
নিজের পায়ে কুড়াল মেরে
মুখটি করে কালো!
হায় রে মানুষ, ফিরবে কবে
আবার তোদের হুঁশ,
স্বার্থলোভে দিন-রজনী
খাবি কত ঘুষ?
অতিলোভে তাঁতী নষ্ট
বলেন সুধীজনে,
নীতিকথা থাকবে নাকি
সন্ত্রাসীদের মনে?
লোভীর দলে পায় না সুখ
লেখা ইতিহাসে,
দেশ-জনতার হয় না কিছু
পাপীর দীর্ঘঃশ্বাসে।
সবাই যদি একটু রুখে
দাঁড়ায় আগের মতো,
পাপীর দলে হবেই হবে
চিরতরে নত।
সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
অর্থলোভী-খাদ্যলোভী
পায় না ভালোকিছু,
লোভআগুনের শিখা দেখে
হাসে কোলের শিশু!
লোভ করিতে ভীষণ মানা
লোভ যে বড় পাপ,
লোভ জমিয়া হয় যে পরে
বিরাট বড় সাপ!
সাপগুলো সব গর্ত থেকে
দিচ্ছে ভীষণ উঁকি,
এরা সবাই রক্তলোভী
আবার আগুনমুখী!
অল্পে এরা তুষ্ট নয় রে
চায় যে খুবই বেশি,
বুদ্ধিদোষে না পারিলেও
এদের আছে পেশী!
লোভীর দলে মিষ্টিকথা
যতই বলুক সুখে,
ওই হাসিতে ঢেউ জাগে না
বীর-জনতার বুকে।
মানুষগুলো মূর্খ এখন
বোঝে নাতো ভালো,
নিজের পায়ে কুড়াল মেরে
মুখটি করে কালো!
হায় রে মানুষ, ফিরবে কবে
আবার তোদের হুঁশ,
স্বার্থলোভে দিন-রজনী
খাবি কত ঘুষ?
অতিলোভে তাঁতী নষ্ট
বলেন সুধীজনে,
নীতিকথা থাকবে নাকি
সন্ত্রাসীদের মনে?
লোভীর দলে পায় না সুখ
লেখা ইতিহাসে,
দেশ-জনতার হয় না কিছু
পাপীর দীর্ঘঃশ্বাসে।
সবাই যদি একটু রুখে
দাঁড়ায় আগের মতো,
পাপীর দলে হবেই হবে
চিরতরে নত।
সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৪/১১/২০১৮
-
কামরুজ্জামান সাদ ০৪/১১/২০১৮লোভ সর্বত্রে ছড়িয়ে পড়েছে মহামারীর মত।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৩/১১/২০১৮সুন্দর কবিতা। ভালো লাগলো বেশ
অনন্ত শুভেচ্ছা প্রিয় কবির জন্য।