শীত আসতে বিলম্ব হচ্ছে
শীত আসতে বিলম্ব হচ্ছে
এবার শীত আসতে বিলম্ব হচ্ছে। অক্টোবর-মাস শেষ হয়েছে গতকাল। আজকে নভেম্বরের পয়লা দিন। তবুও শীতের দেখা নাই!
এবার খুবি গরম পড়েছে। গরমে অনেক কষ্ট সয়েছি।
ভেবেছিলাম, শীত আসবে। একটু শান্তি পাবো। কিন্তু তা আর হলো না।
গ্রামে নাকি কোথাও-কোথাও একটু্িাধটু শীত পড়ে! শীতের লজ্জা এখনও ভাঙে নাই।
আমাদের শহরে, ঢাকায় শীতের কোনো আলামত দেখছি না। একটু ঠাণ্ডাভাব এলেই আবার মেঘলা হয় আকাশ। শুরু হয় ভ্যাপসা গরম।
এই নভেম্বরেও শীত নাই দেখে মনে প্রশ্ন জাগে: আমাদের সেই শীত গেল কোথায়?
একটু শীত পড়লে তবুও বাঁচি। আমাদের তো এসি নােই। কত আর গরম সহ্য করা যায়?
শীত আসুক। শীত আসুক। শীত আসুক।
এবার শীত আসতে বিলম্ব হচ্ছে। অক্টোবর-মাস শেষ হয়েছে গতকাল। আজকে নভেম্বরের পয়লা দিন। তবুও শীতের দেখা নাই!
এবার খুবি গরম পড়েছে। গরমে অনেক কষ্ট সয়েছি।
ভেবেছিলাম, শীত আসবে। একটু শান্তি পাবো। কিন্তু তা আর হলো না।
গ্রামে নাকি কোথাও-কোথাও একটু্িাধটু শীত পড়ে! শীতের লজ্জা এখনও ভাঙে নাই।
আমাদের শহরে, ঢাকায় শীতের কোনো আলামত দেখছি না। একটু ঠাণ্ডাভাব এলেই আবার মেঘলা হয় আকাশ। শুরু হয় ভ্যাপসা গরম।
এই নভেম্বরেও শীত নাই দেখে মনে প্রশ্ন জাগে: আমাদের সেই শীত গেল কোথায়?
একটু শীত পড়লে তবুও বাঁচি। আমাদের তো এসি নােই। কত আর গরম সহ্য করা যায়?
শীত আসুক। শীত আসুক। শীত আসুক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলামিন হোসেন ০৫/১২/২০১৮আসুন আমরা শীতার্ত অসহায় গরীব মানুষের পাশে দাড়াই। সাধ্যানুযায়ী সাহায্যেেে হাত বাড়িয়ে দিই।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৬/১১/২০১৮আসছে......
-
সাবিরা শাওন ১১/১১/২০১৮এখন উঠোনে চলে এসেছে। আশা করছি কয়েকদিনের মাঝে দোর গলিয়ে ঘরে চলে আসবে।
-
নৃ মাসুদ রানা ০৫/১১/২০১৮আসবে
-
অরন্য রানা ০২/১১/২০১৮আগমন শুভ হোক