বুকের ভিতর অনেক ব্যথা
বুকের ভিতর অনেক ব্যথা
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর বাড়ছে বেশি
ছোট্ট একটা ব্যথা,
এই দুনিয়ায় কেউ শোনে না
কারও দুঃখের কথা।
সবাই এখন ব্যস্ত বেশি
নিজের কথা বলতে,
পরের মাথায় কাঁঠাল ভেঙে
চায় যে সুখে চলতে।
পরের ভালো কেউ দেখে না
পর যে আরও পর,
স্বার্থঝোলা তাইতো খোঁজে
শুধু নিজের ঘর।
মানুষ এখন কেমন যেন
খাপছাড়া যে স্বভাব,
অনেককিছু থাকার পরও
মেটে না তার অভাব।
সবার বুকে লোভের আগুন
বাড়ছে দিনে-দিনে,
প্রতিবাদের ভাষা ফেলে
স্বার্থলোভী মিনমিনে।
টাকার বান্ডিল চেনে সবাই
টাকাই যেন আপন,
গাঁওগেরামের ভাইবোনেরা
বাড়ায় দুঃখের কাঁপন।
বুকের ভিতর অনেক ব্যথা
কমবে নাতো ভাই,
এই দুনিয়ার কোথাও যেন
ন্যায়বিচারও নাই!
সাইয়িদ রফিকুল হক
৩১/১০/২০১৮
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর বাড়ছে বেশি
ছোট্ট একটা ব্যথা,
এই দুনিয়ায় কেউ শোনে না
কারও দুঃখের কথা।
সবাই এখন ব্যস্ত বেশি
নিজের কথা বলতে,
পরের মাথায় কাঁঠাল ভেঙে
চায় যে সুখে চলতে।
পরের ভালো কেউ দেখে না
পর যে আরও পর,
স্বার্থঝোলা তাইতো খোঁজে
শুধু নিজের ঘর।
মানুষ এখন কেমন যেন
খাপছাড়া যে স্বভাব,
অনেককিছু থাকার পরও
মেটে না তার অভাব।
সবার বুকে লোভের আগুন
বাড়ছে দিনে-দিনে,
প্রতিবাদের ভাষা ফেলে
স্বার্থলোভী মিনমিনে।
টাকার বান্ডিল চেনে সবাই
টাকাই যেন আপন,
গাঁওগেরামের ভাইবোনেরা
বাড়ায় দুঃখের কাঁপন।
বুকের ভিতর অনেক ব্যথা
কমবে নাতো ভাই,
এই দুনিয়ার কোথাও যেন
ন্যায়বিচারও নাই!
সাইয়িদ রফিকুল হক
৩১/১০/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩১/১০/২০১৮চমৎকার