অনেক কথা বলি না
অনেক কথা বলি না
সাইয়িদ রফিকুল হক
অনেক কথা বলতে গিয়ে
বলিনারে ভাই,
সত্যকথার মিলবে নাতো
এই দুনিয়ায় ঠাঁই।
সত্যবাদীর বিপদ ভীষণ
শত্রু চারিদিকে,
মিথ্যাবাদীর আওয়াজ বেশি
বিজয় দিকে-দিকে!
মিথ্যা বললে সবাই খুশি
কেউ করে না রাগ,
সত্য বললে সবার কাছে
হবে তুমি বিরাগ!
কলিকালের কালজামানায়
দেখছি অনেককিছু,
সত্য বললে মিথ্যাবাদী
লাগবে তোমার পিছু!
তাই বলে কি সত্য ছেড়ে
হবে তুমি কানা?
সত্যবাদী শুনবে নাতো
মিথ্যাবাদীর মানা।
অনেক কথা বলিনারে
বুকটা ফাটে দুঃখে,
দেশের কথা শুনি এখন
মিথ্যাবাদীর মুখে!
ঢং ধরেছে ভান করেছে
মিথ্যাবাদীর দল,
ওদের বুকে হিংসাভরা
মাথায় শুধু মল!
অনেক কথা বলতে গিয়ে
বলিনারে ভাই,
এই দুনিয়ায় সত্য শোনার
মানুষ কোথাও নাই।
অনেক কথা বলি নারে
বাধা আসবে জোরে,
মনের দুঃখ বাড়বে আরও
মিথ্যাবাদীর শোরে।
সাইয়িদ রফিকুল হক
২৯/১০/২০১৮
সাইয়িদ রফিকুল হক
অনেক কথা বলতে গিয়ে
বলিনারে ভাই,
সত্যকথার মিলবে নাতো
এই দুনিয়ায় ঠাঁই।
সত্যবাদীর বিপদ ভীষণ
শত্রু চারিদিকে,
মিথ্যাবাদীর আওয়াজ বেশি
বিজয় দিকে-দিকে!
মিথ্যা বললে সবাই খুশি
কেউ করে না রাগ,
সত্য বললে সবার কাছে
হবে তুমি বিরাগ!
কলিকালের কালজামানায়
দেখছি অনেককিছু,
সত্য বললে মিথ্যাবাদী
লাগবে তোমার পিছু!
তাই বলে কি সত্য ছেড়ে
হবে তুমি কানা?
সত্যবাদী শুনবে নাতো
মিথ্যাবাদীর মানা।
অনেক কথা বলিনারে
বুকটা ফাটে দুঃখে,
দেশের কথা শুনি এখন
মিথ্যাবাদীর মুখে!
ঢং ধরেছে ভান করেছে
মিথ্যাবাদীর দল,
ওদের বুকে হিংসাভরা
মাথায় শুধু মল!
অনেক কথা বলতে গিয়ে
বলিনারে ভাই,
এই দুনিয়ায় সত্য শোনার
মানুষ কোথাও নাই।
অনেক কথা বলি নারে
বাধা আসবে জোরে,
মনের দুঃখ বাড়বে আরও
মিথ্যাবাদীর শোরে।
সাইয়িদ রফিকুল হক
২৯/১০/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এনামুল হক পাইলট ৩১/১০/২০১৮সুন্দর। কিন্তু বানান...! যেমন বাধা=বাঁধা
-
কালাম হাবিব১ ৩১/১০/২০১৮বর্তমানে তাই!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/১০/২০১৮হিম! সমসাময়িক।
-
শেখ ফারুক হোসেন ২৯/১০/২০১৮ভালোই লিখেছেন , এটা বর্তমান সমাজের বাস্তবচিত্র।