দম ফুরালে
দম ফুরালে
সাইয়িদ রফিকুল হক
দম ফুরালে দম পাবি না
দম যে বড় দামি,
দম ফুরানোর আগেই তোমায়
হতে হবে নামি।
মরার আগে মরবি নারে
কর না রসদ জোগার,
নইলে যে তুই হয়ে যাবি
পরকালের জোকার!
দম ফুরালে দম পাবি না
যতই কাঁদিস জোরে,
হায়াত-মওত বন্ধ হয় না
লোকজনের ওই শোরে।
একটুখানি দম রে বাবা
কখন যাবে উড়ে,
দম ফুরালে দম পাবি না
সারাজগত ঘুরে।
সাইয়িদ রফিকুল হক
১৮/১০/২০১৮
সাইয়িদ রফিকুল হক
দম ফুরালে দম পাবি না
দম যে বড় দামি,
দম ফুরানোর আগেই তোমায়
হতে হবে নামি।
মরার আগে মরবি নারে
কর না রসদ জোগার,
নইলে যে তুই হয়ে যাবি
পরকালের জোকার!
দম ফুরালে দম পাবি না
যতই কাঁদিস জোরে,
হায়াত-মওত বন্ধ হয় না
লোকজনের ওই শোরে।
একটুখানি দম রে বাবা
কখন যাবে উড়ে,
দম ফুরালে দম পাবি না
সারাজগত ঘুরে।
সাইয়িদ রফিকুল হক
১৮/১০/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ১৯/১০/২০১৮এটাই বাস্তব সত্য,অসাধারণ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/১০/২০১৮সঠিক কথাই তুলে ধরেছেন কবি।
দম ফুরালে আর পাওয়া যায় না।
ভাল থাকুন ধন্যবাদ। -
নাদেরা ফারনাছ শিমূল ১৮/১০/২০১৮সুন্দর লিখেছেন।