www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয়জনের মৃত্যু হলে

প্রিয়জনের মৃত্যু হলে
সাইয়িদ রফিকুল হক

প্রিয়জনের মৃত্যু এমন
শোক যে বাড়ে ক্ষণে-ক্ষণে,
তুষের অনল জ্বলতে থাকে
দুঃখভরা মনে।
হৃদয়টা যে হাহাকারে
হয়ে ওঠে বালুচর,
স্মৃতিভরা জীবনটাতে
শূন্য লাগে ঘর।

উঠানকোণে বসে থাকে
প্রিয়জনের ছায়া,
এসব দেখে ক্ষণে-ক্ষণে
যায় যে বেড়ে মায়া।
ভালোবাসার পৃথিবীটা
খুন হয়ে যায় কেঁদে,
প্রিয়জনের মতো তবুও
কেউ রাখে না বেঁধে।


সাইয়িদ রফিকুল হক
১৬/১০/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast