তিনি আর আসবেন না কোনোদিন
তিনি আর আসবেন না কোনোদিন
মায়ের মৃত্যুতে থমকে গেছে লেখালেখি। গত ১৩/১০/২০১৮ তারিখ রাত ১০.৪৫ মিনিটে আমার মায়ের মৃত্যু ঘটে। তারপর থেকে আর-কিছু লিখতে পারিনি। মনটা বিষাদিত।
সারাটি ঘরে মায়ের স্মৃতিচিহ্ন পড়ে রয়েছে। এখানে-সেখানে এখনও যেন তার উপস্থিতি। সবখানে তিনি রয়েছেন স্মৃতিসুধায়। শুধু তার ছায়াকায়ার দেহাবসান হয়েছে। আর বাদবাকী সবই রয়ে গেছে আমাদের মাঝে।
মায়ের কবরে নেমে তাকে নিজহাতে শুইয়ে দিয়েছি। তখনও মনে হয়নি মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। যখন কবর থেকে উঠে এলাম তখন মনে হলো তিনি আজ চিরবিদায় নিচ্ছেন।
বাড়ি ফিরে মনে হলো তিনি নাই। আর আসবেন না কখনও-কোনোদিন। শুধু রয়ে গেছে তার স্মৃতিটুকু। তার বিদেহীআত্মার মাগফিরাত কামনা করছি।
মায়ের মৃত্যুতে থমকে গেছে লেখালেখি। গত ১৩/১০/২০১৮ তারিখ রাত ১০.৪৫ মিনিটে আমার মায়ের মৃত্যু ঘটে। তারপর থেকে আর-কিছু লিখতে পারিনি। মনটা বিষাদিত।
সারাটি ঘরে মায়ের স্মৃতিচিহ্ন পড়ে রয়েছে। এখানে-সেখানে এখনও যেন তার উপস্থিতি। সবখানে তিনি রয়েছেন স্মৃতিসুধায়। শুধু তার ছায়াকায়ার দেহাবসান হয়েছে। আর বাদবাকী সবই রয়ে গেছে আমাদের মাঝে।
মায়ের কবরে নেমে তাকে নিজহাতে শুইয়ে দিয়েছি। তখনও মনে হয়নি মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। যখন কবর থেকে উঠে এলাম তখন মনে হলো তিনি আজ চিরবিদায় নিচ্ছেন।
বাড়ি ফিরে মনে হলো তিনি নাই। আর আসবেন না কখনও-কোনোদিন। শুধু রয়ে গেছে তার স্মৃতিটুকু। তার বিদেহীআত্মার মাগফিরাত কামনা করছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ১১/০৪/২০২০হু
-
নাসরীন আক্তার রুবি ০৭/০৫/২০১৯কষ্ট লাগলো
-
জার্নালিষ্ট সবুজ ১৪/০৪/২০১৯শোকাহত আমরা তরুন্যের সকল লেখক
-
জসিম বিন ইদ্রিস ০৪/০৪/২০১৯সত্য উপলব্দি। একজন মা = পৃথিবীর অন্য সকল কিছু। তারপরও মায়ের শূন্যতা অপূরণীয়।
-
ন্যান্সি দেওয়ান ২২/০১/২০১৯Nice.
-
রাহুল শীল(হুসবসার) ০৬/১১/২০১৮বেদনা ভরা
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৫/১০/২০১৮আল্লাহ উনাকে জান্নাত নসিব করুণ।
-
সেলিম রেজা সাগর ১৯/১০/২০১৮আল্লাহ্ সহায়
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/১০/২০১৮আমরা আপনার সকল বন্ধরা আপনার সহমর্মী!!
ধৈর্য ধরুন বন্ধু!!
সান্তনার কোন ভাষা নেই।।। -
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৬/১০/২০১৮খবরটি সত্যিই ভাবাবেগের। মর্মাহত কবি আপনার সাথে। রিয়েল যোগাযোগ থাকলে আর খবরটা যদি
সাথে সাথে জানা যেত হয়তো জানাজায় অংশগ্রহন করে আপনার প্রিয় মায়ের দোয়ায় শামিল হওয়া যেত।
আচ্ছা তিনি কি ঢাকায় ইন্তেকাল করেছেন? আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায় একটু সহযোগিতা করবেন কি। মহান আল্লাহ আপনার মাকে ক্ষমা করে দিন। আমিন। -
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/১০/২০১৮শোকাহত হলাম। গত ২৬ অক্টোবর আমার বাবা ইন্তেকাল করেছেন। স্বজন হারানোর যে কি যন্ত্রনা তা আমি ভাল করে বুঝি। দোয়া করি তারা সকলেই জান্নাতবাসী হউন।