মনপাখিটা
মনপাখিটা
সাইয়িদ রফিকুল হক
মনটা হলো ফুলের মতো
দেখতে কত সাদা!
মনপাখিটা থাকবে ভালো
লাগলে সেথায় কাদা?
ফুলের মতো মনটাকে তাই
করতে হবে সুরভিত,
তোমার ছোঁওয়ায় এই দুনিয়ায়
মানুষ হবে প্রীত।
মনপাখিটা ফুলের মতো
ফোটাও জগতজুড়ে,
দেখবে তখন মনের ব্যাধি
সব যে যাবে পুড়ে।
সাইয়িদ রফিকুল হক
০৯/১০/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মনটা হলো ফুলের মতো
দেখতে কত সাদা!
মনপাখিটা থাকবে ভালো
লাগলে সেথায় কাদা?
ফুলের মতো মনটাকে তাই
করতে হবে সুরভিত,
তোমার ছোঁওয়ায় এই দুনিয়ায়
মানুষ হবে প্রীত।
মনপাখিটা ফুলের মতো
ফোটাও জগতজুড়ে,
দেখবে তখন মনের ব্যাধি
সব যে যাবে পুড়ে।
সাইয়িদ রফিকুল হক
০৯/১০/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শুভদীপ চক্রবর্তী ১১/১০/২০১৮অনবদ্য লিখেছেন কবি।
-
Rabia Onti ১১/১০/২০১৮বেশ ভাল
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/১০/২০১৮বেশ সুন্দর।
ভাল লাগলো। -
আখলাক হুসাইন ০৯/১০/২০১৮স্বর বৃত্ত না? কিন্তু......
-
তাবেরী ০৯/১০/২০১৮এক কথায় অসাধারণ।