দেশের স্বার্থে
দেশের স্বার্থে
সাইয়িদ রফিকুল হক
নিজের স্বার্থ ব্যাগে রেখে
ঘুরছো তুমি বিশ্ব,
তোমার লোভে সবার ভাগ্য
হচ্ছে এখন নিঃস্ব!
স্বার্থ তোমার মনোবলে
দিচ্ছে কত তেল,
দেশবিরোধী-অভিযানে
দেখাও কত খেল!
দেশের কথা ভুলে গিয়ে
ধরছো কাদের রশি?
নিজের লোভে ধুলায় মিশাও
বাংলা-মায়ের শশী!
নিজের স্বার্থ যাওরে ভুলে
ধরো দেশের পথ,
সব বাঙালি দেশের স্বার্থে
হওরে এবার সৎ।
সাইয়িদ রফিকুল হক
০৭/১০/২০১৮
সাইয়িদ রফিকুল হক
নিজের স্বার্থ ব্যাগে রেখে
ঘুরছো তুমি বিশ্ব,
তোমার লোভে সবার ভাগ্য
হচ্ছে এখন নিঃস্ব!
স্বার্থ তোমার মনোবলে
দিচ্ছে কত তেল,
দেশবিরোধী-অভিযানে
দেখাও কত খেল!
দেশের কথা ভুলে গিয়ে
ধরছো কাদের রশি?
নিজের লোভে ধুলায় মিশাও
বাংলা-মায়ের শশী!
নিজের স্বার্থ যাওরে ভুলে
ধরো দেশের পথ,
সব বাঙালি দেশের স্বার্থে
হওরে এবার সৎ।
সাইয়িদ রফিকুল হক
০৭/১০/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ০৮/১০/২০১৮অসাধারণ ভাবনার প্রকাশ।
-
ধ্রুবজ্যোতি ঘোষ ০৭/১০/২০১৮খুব ভালো লিখেছেন, অনেক শুভেচ্ছা
-
শুভদীপ চক্রবর্তী ০৭/১০/২০১৮অসাধারণ লিখেছেন।