প্রচণ্ড গরমে মানুষ এখন ক্লান্ত
প্রচণ্ড গরমে মানুষ এখন ক্লান্ত
একটানা দীর্ঘগরমে মানুষ এখন অতিষ্ঠ। অনেকে আশা করেছিলেন, এই আশ্বিনে হয়তো একটুখানি স্বস্তি মিলবে। কিন্তু সেই আশায়ও একেবারে গুড়ে বালি।
আশ্বিন-মাসে যেন গরমটা আরও বেড়ে গেছে। এখন ভাদ্র-মাসের তালপাকা গরম। কোথাও একটুখানি শীতল পরশ খুঁজে পাই না।
আগে দেখতাম, আশ্বিন এলে রাতে কাঁথা গায়ে দিতে হতো। আর আজ এসি কিংবা ফ্যান ছাড়তে হচ্ছে! হায়রে প্রকৃতি। মানবজীবন এখন ভয়ানকভাবে প্রকৃতিবিরুদ্ধ মানুষের আগ্রাসনের শিকার।
দেশে দিন-দিন বৃক্ষ কমছে। বনভূমি উজাড় হচ্ছে। নদীনালা, খালবিল ও জলাশয় ভূমিখেকো শুয়রদের দখলে চলে যাচ্ছে। মানুষের বাঁচার ক্ষেত্রগুলো যেন ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে। এই ধ্বংসবাজদের মধ্যে রয়েছে হাউজিং কোম্পানি নামক বড়সড় ভূমিদস্যুগোষ্ঠী। এরা জাতির আশাআকাঙ্ক্ষা গুঁড়িয়ে দিচ্ছে। এদের জন্য রুক্ষপ্রকৃতির দাবানলে মানুষ পড়ুছে গরমে।
একটানা দীর্ঘগরমে মানুষ এখন অতিষ্ঠ। অনেকে আশা করেছিলেন, এই আশ্বিনে হয়তো একটুখানি স্বস্তি মিলবে। কিন্তু সেই আশায়ও একেবারে গুড়ে বালি।
আশ্বিন-মাসে যেন গরমটা আরও বেড়ে গেছে। এখন ভাদ্র-মাসের তালপাকা গরম। কোথাও একটুখানি শীতল পরশ খুঁজে পাই না।
আগে দেখতাম, আশ্বিন এলে রাতে কাঁথা গায়ে দিতে হতো। আর আজ এসি কিংবা ফ্যান ছাড়তে হচ্ছে! হায়রে প্রকৃতি। মানবজীবন এখন ভয়ানকভাবে প্রকৃতিবিরুদ্ধ মানুষের আগ্রাসনের শিকার।
দেশে দিন-দিন বৃক্ষ কমছে। বনভূমি উজাড় হচ্ছে। নদীনালা, খালবিল ও জলাশয় ভূমিখেকো শুয়রদের দখলে চলে যাচ্ছে। মানুষের বাঁচার ক্ষেত্রগুলো যেন ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে। এই ধ্বংসবাজদের মধ্যে রয়েছে হাউজিং কোম্পানি নামক বড়সড় ভূমিদস্যুগোষ্ঠী। এরা জাতির আশাআকাঙ্ক্ষা গুঁড়িয়ে দিচ্ছে। এদের জন্য রুক্ষপ্রকৃতির দাবানলে মানুষ পড়ুছে গরমে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অরন্য রানা ০৪/১০/২০১৮সত্যি বটে অসহনীয় পর্যায়ে বর্তমান ঋতুচক্র
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৩/১০/২০১৮হুম। মানুষ নদী খাল বিল।সব দখল করে ফেলছে। আগামী যে কি হবে। আমাদের জানা নাই