আশ্বিন-মাস
আশ্বিন-মাস
আশ্বিনের মাঝামাঝি। তবুও কী গরম! ঠাণ্ডার কোনো লেশ নাই। সবখানে আজ গরমের ত্রাস। মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। তবুও দেখি গরমের কী দেঁতো হাসি!
খুব বিশ্রি লাগে এই গরমে। আশ্বিনের সেই স্নেহময় রূপ কোথায় যেন হারিয়ে গিয়েছে! তাকে কে খুঁজে আনবে?
কোথাও ঠাঁই নাই মানুষের। সবখানে আজ নাভিঃশ্বাস। ধনীরা তবুও এসির ভিতের ডুবে আছে আর গরিবের কষ্টের আর কই-মাছের প্রাণ টলছে ঠেলেঠুলে।
এ-জীবনে এতো কষ্ট! তবুও সবার ভালো লাগে এই জীবন। হয়তো একদিন আশ্বিন ফুরাবে। আবার হয়তো এই বাংলায় কখনও নামবে একটুখানি হিমেল হাওয়া!
মানুষের ভালোবাসায় হয়তো কার্তিকের মরানদীতে ডাকবে আবার বান। হৃদয়খুলে হাসবে মানুষ।
স্বাগতম বন্ধু আমাদের শীত।
আশ্বিন-মাস। তবুও কী গরম!
আশ্বিনের মাঝামাঝি। তবুও কী গরম! ঠাণ্ডার কোনো লেশ নাই। সবখানে আজ গরমের ত্রাস। মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। তবুও দেখি গরমের কী দেঁতো হাসি!
খুব বিশ্রি লাগে এই গরমে। আশ্বিনের সেই স্নেহময় রূপ কোথায় যেন হারিয়ে গিয়েছে! তাকে কে খুঁজে আনবে?
কোথাও ঠাঁই নাই মানুষের। সবখানে আজ নাভিঃশ্বাস। ধনীরা তবুও এসির ভিতের ডুবে আছে আর গরিবের কষ্টের আর কই-মাছের প্রাণ টলছে ঠেলেঠুলে।
এ-জীবনে এতো কষ্ট! তবুও সবার ভালো লাগে এই জীবন। হয়তো একদিন আশ্বিন ফুরাবে। আবার হয়তো এই বাংলায় কখনও নামবে একটুখানি হিমেল হাওয়া!
মানুষের ভালোবাসায় হয়তো কার্তিকের মরানদীতে ডাকবে আবার বান। হৃদয়খুলে হাসবে মানুষ।
স্বাগতম বন্ধু আমাদের শীত।
আশ্বিন-মাস। তবুও কী গরম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০২/১০/২০১৮অনেক ভালোলাগা রেখে গেলাম
-
Riktam Ghosh ০২/১০/২০১৮দারুন
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০২/১০/২০১৮সভ্যতার কূফল তথা জলবায়ু পরিবর্তনের ফল!