রুবাইয়াত-ই-রফিক—৫
রুবাইয়াত-ই-রফিক—৫
সাইয়িদ রফিকুল হক
মন ভাঙার ওই শব্দ শুনে
হাসছো তুমি জোরে,
তোমার জীবন নিভতে পারে
কোনো একটা ভোরে!
নিজের দুঃখ আপন করে
হাসলে পরের দুঃখে,
মধুর হাসি ফুটবে নাতো
বন্ধু তোমার মুখে।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৯/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মন ভাঙার ওই শব্দ শুনে
হাসছো তুমি জোরে,
তোমার জীবন নিভতে পারে
কোনো একটা ভোরে!
নিজের দুঃখ আপন করে
হাসলে পরের দুঃখে,
মধুর হাসি ফুটবে নাতো
বন্ধু তোমার মুখে।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অরন্য রানা ০৪/১০/২০১৮একটু পড়লাম হৃদয় জোড়ানো ছন্দ।।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০২/১০/২০১৮বাহ বেশ
-
কামরুজ্জামান সাদ ০১/১০/২০১৮আমাদেরকে হতে হবে অপরের প্রতি দায়িতবশীল
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০১/১০/২০১৮বেশ প্রাণোময় হলো।
অফুরান শুভেচ্ছা।