রুবাইয়াত-ই-রফিক—৪
রুবাইয়াত-ই-রফিক—৪
সাইয়িদ রফিকুল হক
মন ভাঙেনি ভেঙেছে তো
ছোট্ট একখান হৃদয়,
তারউপরে লেগে আছে
স্বপ্ন-ভাঙার ভয়।
কত সাধের স্বপ্ন আমার
ছিল হৃদয়জুড়ে,
স্বপ্নখেকো জমাট আঁধার
জমছে অন্তঃপুরে!
সাইয়িদ রফিকুল হক
২৯/০৯/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মন ভাঙেনি ভেঙেছে তো
ছোট্ট একখান হৃদয়,
তারউপরে লেগে আছে
স্বপ্ন-ভাঙার ভয়।
কত সাধের স্বপ্ন আমার
ছিল হৃদয়জুড়ে,
স্বপ্নখেকো জমাট আঁধার
জমছে অন্তঃপুরে!
সাইয়িদ রফিকুল হক
২৯/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০১/১০/২০১৮
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ৩০/০৯/২০১৮জমাট আঁধার
স্বপ্নভাঙার নেই সংখ্যা।
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি।