রুবাইয়াত-ই-রফিক—১
রুবাইয়াত-ই-রফিক—১
সাইয়িদ রফিকুল হক
অনেককিছু ভেবেছিলাম
করতে কিছু পারি নাই,
স্বপ্নগুলো ঝেড়ে ফেলে
অন্ধচোখে বসে তাই।
কত রঙিন স্বপ্ন দেখে
বুজে ছিলাম চোখ,
এখন দেখি সবই আমার
উপহাসের শোক।
সাইয়িদ রফিকুল হক
২৫/০৯/২০১৮
সাইয়িদ রফিকুল হক
অনেককিছু ভেবেছিলাম
করতে কিছু পারি নাই,
স্বপ্নগুলো ঝেড়ে ফেলে
অন্ধচোখে বসে তাই।
কত রঙিন স্বপ্ন দেখে
বুজে ছিলাম চোখ,
এখন দেখি সবই আমার
উপহাসের শোক।
সাইয়িদ রফিকুল হক
২৫/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস এম আলমগীর হোসেন ২৭/০৯/২০১৮বেশ