গরম হাওয়া
গরম হাওয়া
সাইয়িদ রফিকুল হক
শরৎকালে পেলাম নাতো
একটু শীতল হাওয়া,
গরম ব্যাটা সবখানে যে
করছে ভীষণ ধাওয়া!
দেহ-মনের ফল্গুধারা
যাচ্ছে যেন চলে,
গরম হাওয়ার বিষছোবলটা
দিচ্ছে সবই দলে।
আগের মতো দেখি নাতো
ফুরফুরে সেই বায়ু,
গরম ব্যাটার যাঁতাকলে
কমছে সবার আয়ু।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৯/২০১৮
সাইয়িদ রফিকুল হক
শরৎকালে পেলাম নাতো
একটু শীতল হাওয়া,
গরম ব্যাটা সবখানে যে
করছে ভীষণ ধাওয়া!
দেহ-মনের ফল্গুধারা
যাচ্ছে যেন চলে,
গরম হাওয়ার বিষছোবলটা
দিচ্ছে সবই দলে।
আগের মতো দেখি নাতো
ফুরফুরে সেই বায়ু,
গরম ব্যাটার যাঁতাকলে
কমছে সবার আয়ু।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শুভদীপ চক্রবর্তী ০৭/১০/২০১৮ছন্দের অসাধারণ কীর্তি।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৫/০৯/২০১৮অদ্বিতীয়
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৫/০৯/২০১৮প্রকৃতিকে নিয়ে দারুণ ভাবনা।
ধন্যবাদ কবিজি।