গণতন্ত্রের নামে
গণতন্ত্রের নামে
গণতন্ত্রের ঝাল দেখেছি
দেশস্বাধীনের পরে,
শকুনগুলো নেমেছিলো
আমার সোনার ঘরে।
সুযোগ পেয়ে দিতো সবাই
অনেক বেশি লাফ,
মুক্তিযোদ্ধা হয়েও তাঁরা
পায়নি কোনো মাফ!
রাজাকারের আস্ফালনে
থাকতো সবাই ভয়ে,
জাতির পিতার শাহাদতে
ছিল জাতি সয়ে।
সবখানে যে গণতন্ত্রের
ছিল বিরাট মূলা,
শাসন-নামে শোষণ করে
দিতো চোখে ধূলা।
এমনতর গণতন্ত্র
চাই না আমার দেশে,
মুক্তিযুদ্ধের রীতিনীতি
থাকুক বাংলাদেশে।
গণতন্ত্রের ঝাল দেখেছি
দেশস্বাধীনের পরে,
শকুনগুলো নেমেছিলো
আমার সোনার ঘরে।
সুযোগ পেয়ে দিতো সবাই
অনেক বেশি লাফ,
মুক্তিযোদ্ধা হয়েও তাঁরা
পায়নি কোনো মাফ!
রাজাকারের আস্ফালনে
থাকতো সবাই ভয়ে,
জাতির পিতার শাহাদতে
ছিল জাতি সয়ে।
সবখানে যে গণতন্ত্রের
ছিল বিরাট মূলা,
শাসন-নামে শোষণ করে
দিতো চোখে ধূলা।
এমনতর গণতন্ত্র
চাই না আমার দেশে,
মুক্তিযুদ্ধের রীতিনীতি
থাকুক বাংলাদেশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অরন্য রানা ২৩/০৯/২০১৮যথার্থ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৯/২০১৮বেশ! তবে তাই হবে!
-
আলো ২১/০৯/২০১৮খুব ভালো