ভুল কোরো না
ভুল কোরো না
ভুল বুঝি না ভুল বুঝি না
ভুল যে অনেক বড়,
বুকটা ফাটে কষ্টে আমার
একটুখানি ধরো।
এই জগতে ভুল করেছে
অনেক জ্ঞানী-গুণী,
ভুল করেছে আরও কত
নাম-না-জানা মুনী।
মূর্খগুলো একই ভুলে
মরছে ঘুরে-ঘুরে,
ভুল কোরো না পাপ কোরো না
থাকো অন্তঃপুরে।
ভুল বুঝি না ভুল বুঝি না
ভুল যে অনেক বড়,
বুকটা ফাটে কষ্টে আমার
একটুখানি ধরো।
এই জগতে ভুল করেছে
অনেক জ্ঞানী-গুণী,
ভুল করেছে আরও কত
নাম-না-জানা মুনী।
মূর্খগুলো একই ভুলে
মরছে ঘুরে-ঘুরে,
ভুল কোরো না পাপ কোরো না
থাকো অন্তঃপুরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলো ২৩/০৯/২০১৮খুবই সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৯/২০১৮চমৎকার
-
অলি শর্ম্মা ২০/০৯/২০১৮Bhalo laglo