মন ভালো নাই
মন ভালো নাই
মন ভালো নাই,
চারিপাশে কেউ নাই।
সবখানে আজ স্বার্থজাল,
বন্ধুরা সব মাতাল!
বাঁচার আশা তবু জাগে মনে,
সকল বাধা তুচ্ছ করে ফুল ফোটে বনে।
মন ভালো নাই,
চারিপাশে কেউ নাই।
সবখানে আজ স্বার্থজাল,
বন্ধুরা সব মাতাল!
বাঁচার আশা তবু জাগে মনে,
সকল বাধা তুচ্ছ করে ফুল ফোটে বনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২০/০৯/২০১৮কবির আশা পূর্ণ হোক।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/০৯/২০১৮মন বড় বিচিত্র