গরম বেশি পড়লে
গরম বেশি পড়লে
সাইয়িদ রফিকুল হক
গরম বেশি পড়লে নাকি
ঝরবে রহমত!
তাও তো দেখি ফ্যান ছাড়া কেউ
জানায় নাকো সহমত।
সবাই দেখি এসি ছাড়ে
মুখে ধর্মপ্রেম!
পরকালের কথা ভেবে
কেউ ছাড়ে না মণি-মুক্তা-হেম।
মুখে সবার ধর্মকথা
মন যে বলে দুনিয়া,
কাছে গিয়ে মনোভাবটা
দেখো শুনিয়া।
গরম বেশি পড়লে নাকি
ঝরবে রহমত!
তবে কেন এসির প্রতি
জানাও সহমত?
মুখে শুনি কত কথা
কাজের বেলায় ভিন্ন,
এই দেশটা থমকে যাবে
ভণ্ডলোকের জন্য।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৯/২০১৮
সাইয়িদ রফিকুল হক
গরম বেশি পড়লে নাকি
ঝরবে রহমত!
তাও তো দেখি ফ্যান ছাড়া কেউ
জানায় নাকো সহমত।
সবাই দেখি এসি ছাড়ে
মুখে ধর্মপ্রেম!
পরকালের কথা ভেবে
কেউ ছাড়ে না মণি-মুক্তা-হেম।
মুখে সবার ধর্মকথা
মন যে বলে দুনিয়া,
কাছে গিয়ে মনোভাবটা
দেখো শুনিয়া।
গরম বেশি পড়লে নাকি
ঝরবে রহমত!
তবে কেন এসির প্রতি
জানাও সহমত?
মুখে শুনি কত কথা
কাজের বেলায় ভিন্ন,
এই দেশটা থমকে যাবে
ভণ্ডলোকের জন্য।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/০৯/২০১৮দারুণ
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ১৮/০৯/২০১৮একদম ঠিক বলেছেন