খুব গরম পড়েছে
খুব গরম পড়েছে
এই ভাদ্র-মাসটা শেষ হলেই বাঁচি। আজ কতদিন খুব গরম পড়ছে। একেবারে সহ্যের বাইরে। প্রকৃত খুব রুক্ষ হয়ে উঠেছে, এবং উঠছে। কিন্তু তাই বলে এতোটা! মানুষের একটা সহ্যের সীমা আছে। কিন্তু এই গরমে মানুষের সকল সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে।
মানুষের বিপদ দেখে প্রকৃতি কবুও নীরব-নির্বিকার। গরম যেন বিগত কয়েকদিনে আরও বেশি পড়েছে। এই গরমে শরীর খুব দুর্বল মনে হয়। নিজেকে খুব অসহায় মনে হয়। যাদের এসি আছে তাদের সুখের সীমা নােই। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের দুঃখের কোনো সীমা নাই। তবুও এব্যাপারে কারও কোনো মাথ্যাব্যথাও নাই।
খুব গরম পড়েছে। তবুও আমরা সব সহ্য করে আজও বেঁচে আছি। হে পৃথিবী, আমাদের প্রতি এতো রূঢ় ও নিষ্ঠুর হয়ো না।
এই ভাদ্র-মাসটা শেষ হলেই বাঁচি। আজ কতদিন খুব গরম পড়ছে। একেবারে সহ্যের বাইরে। প্রকৃত খুব রুক্ষ হয়ে উঠেছে, এবং উঠছে। কিন্তু তাই বলে এতোটা! মানুষের একটা সহ্যের সীমা আছে। কিন্তু এই গরমে মানুষের সকল সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে।
মানুষের বিপদ দেখে প্রকৃতি কবুও নীরব-নির্বিকার। গরম যেন বিগত কয়েকদিনে আরও বেশি পড়েছে। এই গরমে শরীর খুব দুর্বল মনে হয়। নিজেকে খুব অসহায় মনে হয়। যাদের এসি আছে তাদের সুখের সীমা নােই। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের দুঃখের কোনো সীমা নাই। তবুও এব্যাপারে কারও কোনো মাথ্যাব্যথাও নাই।
খুব গরম পড়েছে। তবুও আমরা সব সহ্য করে আজও বেঁচে আছি। হে পৃথিবী, আমাদের প্রতি এতো রূঢ় ও নিষ্ঠুর হয়ো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০৯/২০১৮প্রকৃতি বদলে যাচ্ছে