দল বাঁচাতে
দল বাঁচাতে
সাইয়িদ রফিকুল হক
দল বাঁচাতে মিথ্যা বলে
করছো দেশের ক্ষতি,
কবে তোদের ভালো হবে
একটু মতিগতি।
এমনভাবে পশু হয়ে
থাকবি কতকাল?
মানুষ হলে সত্যকথা
বলরে পাজী-মাতাল।
দল বাঁচাতে নগ্ন হয়ে
করলি লাফালাফি,
পরকালে একটুখানি
পাবি কিনা মাফি?
ধর্মকথার অজুহাতে
লুটলি দেশের হাল,
তোরা পাপী বিপদ ডেকে
কাটলি দেশে খাল!
সাইয়িদ রফিকুল হক
১৩/০৯/২০১৮
সাইয়িদ রফিকুল হক
দল বাঁচাতে মিথ্যা বলে
করছো দেশের ক্ষতি,
কবে তোদের ভালো হবে
একটু মতিগতি।
এমনভাবে পশু হয়ে
থাকবি কতকাল?
মানুষ হলে সত্যকথা
বলরে পাজী-মাতাল।
দল বাঁচাতে নগ্ন হয়ে
করলি লাফালাফি,
পরকালে একটুখানি
পাবি কিনা মাফি?
ধর্মকথার অজুহাতে
লুটলি দেশের হাল,
তোরা পাপী বিপদ ডেকে
কাটলি দেশে খাল!
সাইয়িদ রফিকুল হক
১৩/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ১৫/০৯/২০১৮
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৯/২০১৮হা হা হা!
ভালই লিখেছেন।
করলি লাফালাফি,
বাস্তবতা