রহস্যময়ী
রহস্যময়ী
সাইয়িদ রফিকুল হক
তোমার মুখে ঝরে পড়ে চাঁদের জোছনা,
মাঝে-মাঝে দেখি তুমি ভীষণ আনমনা!
হাসিটুকু লেগে থাকে ভালোবাসা মেখে,
তবু ভাবি আর কী যেন রেখেছো ঢেকে!
বইয়ের পড়া দিনে-রাতে খুব সহজে বুঝি,
শুধু তোমার রহস্যময় মুখে কী যে খুঁজি!
বোঝা যায় না তোমার মুখের সবকিছু,
অমাবস্যা নিয়েছে কি চাঁদ-জোছনার পিছু?
নীলআকাশের মেঘের মতো তোমার মনটি,
কোথায় যেন ভেসে বেড়ায় সারাদিনটি!
তোমার জন্য স্বপ্নবুনে হাসে এক যুবক,
তবু তুমি চেয়ে থাকবে এমন করে নিষ্পলক!
তোমার মুখে ঝরে পড়ুক চিরকালের জোছনা,
রহস্যময় জীবন-স্রোতে হয়ো নাকো আনমনা।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৯/২০১৮
সাইয়িদ রফিকুল হক
তোমার মুখে ঝরে পড়ে চাঁদের জোছনা,
মাঝে-মাঝে দেখি তুমি ভীষণ আনমনা!
হাসিটুকু লেগে থাকে ভালোবাসা মেখে,
তবু ভাবি আর কী যেন রেখেছো ঢেকে!
বইয়ের পড়া দিনে-রাতে খুব সহজে বুঝি,
শুধু তোমার রহস্যময় মুখে কী যে খুঁজি!
বোঝা যায় না তোমার মুখের সবকিছু,
অমাবস্যা নিয়েছে কি চাঁদ-জোছনার পিছু?
নীলআকাশের মেঘের মতো তোমার মনটি,
কোথায় যেন ভেসে বেড়ায় সারাদিনটি!
তোমার জন্য স্বপ্নবুনে হাসে এক যুবক,
তবু তুমি চেয়ে থাকবে এমন করে নিষ্পলক!
তোমার মুখে ঝরে পড়ুক চিরকালের জোছনা,
রহস্যময় জীবন-স্রোতে হয়ো নাকো আনমনা।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৯/২০১৮অনন্য সুন্দর
-
রুমা চৌধুরী ১৩/০৯/২০১৮খুব সুন্দর বর্ণনাময়।
শুভেচ্ছা রইল। -
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ১৩/০৯/২০১৮নীলআকাশের মেঘের মতো তোমার মনটি,