মেঘ ডেকেছে অনেক বেশি
মেঘ ডেকেছে অনেক বেশি
সাইয়িদ রফিকুল হক
মেঘ ডেকেছে অনেক বেশি
বৃষ্টি দেখি একফোঁটা!
এমন জোরে নামলো বৃষ্টি
ভরলো নাতো লোটা।
মেঘের গর্জন শুনছি শুধু
আর যে দেখি গরম,
ভাদ্র-মাসের দিনগুলো তাই
কাটছে এবার চরম!
মেঘের দেখা পাচ্ছি রোজই
কিন্তু নাই যে বৃষ্টি!
কেমন করে হলো এসব
দেখবো কত অনাসৃষ্টি?
মেঘ ডেকেছে অনেক বেশি
বৃষ্টি বুঝি ঝরবে ভীষণ,
একটু পরে দেখি চেয়ে
ব্যর্থ হলো গোটা মিশন!
সাইয়িদ রফিকুল হক
১২/০৯/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মেঘ ডেকেছে অনেক বেশি
বৃষ্টি দেখি একফোঁটা!
এমন জোরে নামলো বৃষ্টি
ভরলো নাতো লোটা।
মেঘের গর্জন শুনছি শুধু
আর যে দেখি গরম,
ভাদ্র-মাসের দিনগুলো তাই
কাটছে এবার চরম!
মেঘের দেখা পাচ্ছি রোজই
কিন্তু নাই যে বৃষ্টি!
কেমন করে হলো এসব
দেখবো কত অনাসৃষ্টি?
মেঘ ডেকেছে অনেক বেশি
বৃষ্টি বুঝি ঝরবে ভীষণ,
একটু পরে দেখি চেয়ে
ব্যর্থ হলো গোটা মিশন!
সাইয়িদ রফিকুল হক
১২/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৩/০৯/২০১৮
-
Tanju H ১২/০৯/২০১৮মুগ্ধকর ছন্দ।শুভেচ্ছা নিবেন।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১২/০৯/২০১৮অনেক ভাল
ভাল লাগল কবিজি।