বুকগভীরের কষ্ট
বুকগভীরের কষ্ট
কষ্ট যখন বুকগভীরে
হাসি রয় না মুখে,
বুকের ভিতর কষ্টসাগর
কেমনে থাকি সুখে?
একটুখানি ভালোবাসা
মুছতে পারে সবি,
কষ্ট তখন থাকবে নাকো
বলছে হেসে কবি।
দুঃখে যাদের যাচ্ছে ডুবে
ছোট্ট সোনার জীবন,
তাদের বুকে দাও জ্বালিয়ে
বড় আশার দীপন।
বুকগভীরের কষ্টখানি
দাও তো এবার কবর,
সবার জন্য ভালোবাসার
বিলাও এবার খবর।
কষ্ট যখন বুকগভীরে
হাসি রয় না মুখে,
বুকের ভিতর কষ্টসাগর
কেমনে থাকি সুখে?
একটুখানি ভালোবাসা
মুছতে পারে সবি,
কষ্ট তখন থাকবে নাকো
বলছে হেসে কবি।
দুঃখে যাদের যাচ্ছে ডুবে
ছোট্ট সোনার জীবন,
তাদের বুকে দাও জ্বালিয়ে
বড় আশার দীপন।
বুকগভীরের কষ্টখানি
দাও তো এবার কবর,
সবার জন্য ভালোবাসার
বিলাও এবার খবর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদ আহমদ ০৫/১১/২০১৮আশার দীপন
-
মিটন বনিক বাবু ১২/০৯/২০১৮দারুন
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১২/০৯/২০১৮আহবান বেশ জনহিতকর।
আন্তরিক শুভেচ্ছা। -
রুমা চৌধুরী ১১/০৯/২০১৮খুব ভাল।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৯/২০১৮দারুন