মনখারাপের প্রভাতবেলা
মনখারাপের প্রভাতবেলা
মনখারাপের প্রভাতবেলা,
পুবআকাশে মেঘের ভেলা!
ভীষণরকম উষ্ণতায়
মন ভরে যায় বিতৃষ্ণায়।
বৃষ্টি এখন কোথায় গেল!
কেউ কি তার ছোঁয়া পেল?
কাঠফাটা-রোদ দিচ্ছে ছ্যাঁকা,
খাচ্ছি মনে ভ্যাবাচাকা।
মনখারাপের প্রভাতবেলা,
পুবআকাশে মেঘের ভেলা!
ভীষণরকম উষ্ণতায়
মন ভরে যায় বিতৃষ্ণায়।
বৃষ্টি এখন কোথায় গেল!
কেউ কি তার ছোঁয়া পেল?
কাঠফাটা-রোদ দিচ্ছে ছ্যাঁকা,
খাচ্ছি মনে ভ্যাবাচাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১১/০৯/২০১৮ভালই লাগলো। ধন্যবাদ।
-
অলি শর্ম্মা ১০/০৯/২০১৮Khub valo laglo
-
প্রসেনজিত সরকার ১০/০৯/২০১৮অনেক সুন্দর।
-
ডঃ নাসিদুল ইসলাম ১০/০৯/২০১৮ভালো