শোনরে পাজী গ্যাদার বাপ
শোনরে পাজী গ্যাদার বাপ
সাইয়িদ রফিকুল হক
শোনরে পাজী গ্যাদার বাপ
লাফাসনেরে বেশি,
বুদ্ধি রেখে আর কতকাল
ফুলাবিরে পেশী?
মাথায় যদি থাকে তোদের
একটুখানি ঘিলু,
দেশের স্বার্থে খুনখারাবি
ছেড়ে দেরে দিলু।
নিজের লোভে নিজের লাভে
করলি দেশের ক্ষতি,
এই দেশেতে তোরাই হলি
ভীষণ পাপী অতি।
লাফালাফির বড়াই ছেড়ে
কর না দেশের সেবা,
জনগণকে ভালোবাসলে
ভোট দিবে না কেবা?
শোনরে পাজী গ্যাদার বাপ
ছাড় না এবার শয়তানী,
দেশের কাজে দ্যাখা তোদের
ভালোবাসার মরদানী।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৯/২০১৮
সাইয়িদ রফিকুল হক
শোনরে পাজী গ্যাদার বাপ
লাফাসনেরে বেশি,
বুদ্ধি রেখে আর কতকাল
ফুলাবিরে পেশী?
মাথায় যদি থাকে তোদের
একটুখানি ঘিলু,
দেশের স্বার্থে খুনখারাবি
ছেড়ে দেরে দিলু।
নিজের লোভে নিজের লাভে
করলি দেশের ক্ষতি,
এই দেশেতে তোরাই হলি
ভীষণ পাপী অতি।
লাফালাফির বড়াই ছেড়ে
কর না দেশের সেবা,
জনগণকে ভালোবাসলে
ভোট দিবে না কেবা?
শোনরে পাজী গ্যাদার বাপ
ছাড় না এবার শয়তানী,
দেশের কাজে দ্যাখা তোদের
ভালোবাসার মরদানী।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৯/০৯/২০১৮
-
শ.ম. শহীদ ০৮/০৯/২০১৮খুব সুন্দর।
শুভেচ্ছা।
কবিকে আন্তরিক মোকবারকবাদ।