গুজব ছড়িয়ে ভোটে জেতা যায় না
গুজব ছড়িয়ে ভোটে জেতা যায় না
ভোটে জিততে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। সর্বস্তরের সাধারণ মানুষের মনজয় করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষই আপনাকে নেতৃত্বের আসনে সমাসীন করবে।
জোর করে কখনও নেতা হওয়া যায় না। হয়তো সাময়িকভাবে নেতা হয়ে কিছুসংখ্যক মানুষকে বিভ্রান্ত করা যায় মাত্র। কিন্তু অধিকাংশ মানুষইেএইসব রেডিমেট নেতাদের অধরা থেকে যায়।
গুজব ছড়িয়ে কোনো লাভ নাই। কিছুসময়ের জন্য গুজব কিছুসংখ্যক মানুষকে বিভ্রান্ত করতে পারলেও পরে তা ধরা পড়ে যায়। সত্য সূর্যের মতো। তা কখনও মিথ্যার চাদরে ঢেকে রাখা যয় না।
আপনি নেতা হতে চান খুব ভালো কথা। ভোটে জিততে চান আরও ভালো কথা। কিন্তু নির্বাচনে কখনও গুজব ছড়াবেন না। সাধারণ মূর্খমানুষকে আর বিভ্রান্ত করবেন না। মনে রাখবেন: গুজব ছড়িয়ে ভোটে জেতা যায় না।
ভোটে জিততে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। সর্বস্তরের সাধারণ মানুষের মনজয় করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষই আপনাকে নেতৃত্বের আসনে সমাসীন করবে।
জোর করে কখনও নেতা হওয়া যায় না। হয়তো সাময়িকভাবে নেতা হয়ে কিছুসংখ্যক মানুষকে বিভ্রান্ত করা যায় মাত্র। কিন্তু অধিকাংশ মানুষইেএইসব রেডিমেট নেতাদের অধরা থেকে যায়।
গুজব ছড়িয়ে কোনো লাভ নাই। কিছুসময়ের জন্য গুজব কিছুসংখ্যক মানুষকে বিভ্রান্ত করতে পারলেও পরে তা ধরা পড়ে যায়। সত্য সূর্যের মতো। তা কখনও মিথ্যার চাদরে ঢেকে রাখা যয় না।
আপনি নেতা হতে চান খুব ভালো কথা। ভোটে জিততে চান আরও ভালো কথা। কিন্তু নির্বাচনে কখনও গুজব ছড়াবেন না। সাধারণ মূর্খমানুষকে আর বিভ্রান্ত করবেন না। মনে রাখবেন: গুজব ছড়িয়ে ভোটে জেতা যায় না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ১১/০৯/২০১৮ভালো