অন্ধ তুমি
অন্ধ তুমি
অন্ধ তুমি অন্ধ তোমার মন,
পথ দেখাবে তুমি আমার স্বজন?
মনের ভিতর মিথ্যাশিকড়
উঠছে খুবই বেড়ে,
সত্য শুনে এখনও যে
আসছো তুমি তেড়ে!
পথ চেনো না পথ হারিয়ে
তুমি বিপথগামী,
অন্ধ হয়ে অন্ধ মনে
কীসের তুমি করছো আমি-আমি!
অন্ধ তুমি অন্ধ তোমার মন,
পথ দেখাবে তুমি আমার স্বজন?
মনের ভিতর মিথ্যাশিকড়
উঠছে খুবই বেড়ে,
সত্য শুনে এখনও যে
আসছো তুমি তেড়ে!
পথ চেনো না পথ হারিয়ে
তুমি বিপথগামী,
অন্ধ হয়ে অন্ধ মনে
কীসের তুমি করছো আমি-আমি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৪/০৯/২০১৮
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০৯/২০১৮বেশ সুন্দর
নিজের কাছে আলো নেই
কীভিবে আলো ছড়াবে?
ধন্যবাদ কবি।