তোরা অসৎ
তোরা অসৎ
সাইয়িদ রফিকুল হক
অনেককিছুই ভাল্লাগেনা তোদের,
সুনাম শুধু পাকিস্তানী-বদের!
দেশের মাটি ভাল্লাগেনা
জোর করে তাই বসত!
দেশের খেয়ে দেশের পরে
এমনই তোরা অসৎ!
অনেককিছুই ভাল্লাগেনা তোদের
সুনাম শুধু পাকিস্তানী-মদের!
দেশের বুকে ছুরি মেরে
নিচ্ছো দেশের স্বার্থ কেড়ে।
তবুও তোরা দেশের সেবক!
আর কতকাল বলবি এমন মিথ্যাছবক?
সাইয়িদ রফিকুল হক
০২/০৯/২০১৮
সাইয়িদ রফিকুল হক
অনেককিছুই ভাল্লাগেনা তোদের,
সুনাম শুধু পাকিস্তানী-বদের!
দেশের মাটি ভাল্লাগেনা
জোর করে তাই বসত!
দেশের খেয়ে দেশের পরে
এমনই তোরা অসৎ!
অনেককিছুই ভাল্লাগেনা তোদের
সুনাম শুধু পাকিস্তানী-মদের!
দেশের বুকে ছুরি মেরে
নিচ্ছো দেশের স্বার্থ কেড়ে।
তবুও তোরা দেশের সেবক!
আর কতকাল বলবি এমন মিথ্যাছবক?
সাইয়িদ রফিকুল হক
০২/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৫/০৯/২০১৮দারুন, ভালো লাগলো
-
আরমান আলী বাবু ০৩/০৯/২০১৮অদম্য
-
রাকিব ইমতিয়াজ. ০২/০৯/২০১৮সুন্দর
-
আনাস খান ০২/০৯/২০১৮অনন্য উপস্থাপনা