তোষামদ
তোষামদ
মন ভোলে না তোষামদে
মন যে বলে সত্য চাই,
এই দুনিয়ায় সত্য বলার
অভ্যাস রেখো তাই।
চাটুকারের নগ্ন-গালে
জুতা মেরো সুখে,
সত্যকথা ফুটবে তবে
ওই না পাজীর মুখে।
তোষামদের শিকড় উপড়ে
লাগাও সত্যচারা,
দেখবে তখন সত্য বলায়
সবাই হবে আত্মহারা।
মন ভোলে না তোষামদে
মন যে বলে সত্য চাই,
এই দুনিয়ায় সত্য বলার
অভ্যাস রেখো তাই।
চাটুকারের নগ্ন-গালে
জুতা মেরো সুখে,
সত্যকথা ফুটবে তবে
ওই না পাজীর মুখে।
তোষামদের শিকড় উপড়ে
লাগাও সত্যচারা,
দেখবে তখন সত্য বলায়
সবাই হবে আত্মহারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ০২/০৯/২০১৮ভীষণ ভালো লাগলো
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০২/০৯/২০১৮অনেক সুন্দর ! ভাল লাগা রলো ।
-
ন্যান্সি দেওয়ান ০১/০৯/২০১৮Besh laglo...
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৯/২০১৮বেশ সুন্দর লিখেছেন