হৃদয়ভাঙ্গার শব্দ
হৃদয়ভাঙ্গার শব্দ
হৃদয় ভাঙ্গলো কর্কশ শব্দে,
প্রেমপাঁচালীর শেষঅব্দে!
ভুলে গেছি তার সব কথা,
ঝিম ঝিম করে আজও মাথা।
হৃদয়ভাঙ্গার শব্দ হয় না,
খুব নীরবে কেঁদে চলে
অবুঝ মনের হৃদয়ময়না।
হৃদয় ভাঙ্গলো কর্কশ শব্দে,
প্রেমপাঁচালীর শেষঅব্দে!
ভুলে গেছি তার সব কথা,
ঝিম ঝিম করে আজও মাথা।
হৃদয়ভাঙ্গার শব্দ হয় না,
খুব নীরবে কেঁদে চলে
অবুঝ মনের হৃদয়ময়না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অলি শর্ম্মা ০৮/০৯/২০১৮Khub valo hoyechy
-
কাজী জুবেরী মোস্তাক ২৯/০৮/২০১৮অসাধারণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৮/২০১৮অকল্পনীয়