ভালোবাসার রঙ্গ
ভালোবাসার রঙ্গ
মনে যদি জমে ব্যাধি,
ভালোবেসে কেন কর সাধাসাধি!
তোমার কষ্টে হাসে যার আঁখি,
তার সঙ্গে কেন কর এতো মাখামাখি?
মনে যদি জমে ব্যাধি,
ভালোবেসে কেন কর সাধাসাধি!
তোমার কষ্টে হাসে যার আঁখি,
তার সঙ্গে কেন কর এতো মাখামাখি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সহিদুল ইসলাম রাজন ২৬/০৮/২০১৮সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০৮/২০১৮অ ন ব দ্য। শুভেচ্ছা।
-
মধু মঙ্গল সিনহা ২৪/০৮/২০১৮অপূর্ব!অনেক সুন্দর লেখনি
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৮/২০১৮অসাধারন
-
নাবিক ২৪/০৮/২০১৮সরি, লেখতে চেয়েছিলাম বেশতো! 😉
-
নাবিক ২৪/০৮/২০১৮বেশটো 😊😊