গুজবরাজা গুজবরাণী
গুজবরাজা গুজবরাণী
সাইয়িদ রফিকুল হক
গুজবরাজা গুজবরাণী
এবার থামাও কানাকানি,
তোমাদের এই ছিদ্র-যানের
হালে নাই যে একটু পানি!
লোকের মনে আর যে কত
ধোঁকা দিবে এমন করে!
ভুলসাগরে কাটবে সাঁতার
এমনিভাবে জীবনভরে?
গুজবরাজা গুজবরাণী
এবার পড় তওবাখানি,
আর কোরো না কানাকানি।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৮/২০১৮
সাইয়িদ রফিকুল হক
গুজবরাজা গুজবরাণী
এবার থামাও কানাকানি,
তোমাদের এই ছিদ্র-যানের
হালে নাই যে একটু পানি!
লোকের মনে আর যে কত
ধোঁকা দিবে এমন করে!
ভুলসাগরে কাটবে সাঁতার
এমনিভাবে জীবনভরে?
গুজবরাজা গুজবরাণী
এবার পড় তওবাখানি,
আর কোরো না কানাকানি।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৮/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সহিদুল ইসলাম রাজন ২৬/০৮/২০১৮ভালো লাগলো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৮/২০১৮বা! বেশ।
-
ইবনে মিজান ২৩/০৮/২০১৮valo laglo
-
মধু মঙ্গল সিনহা ২৩/০৮/২০১৮অনন্য রচনা।