গোশতো খাওয়ার মোহে
গোশতো খাওয়ার মোহে
সাইয়িদ রফিকুল হক
গোরু কাটার আয়োজনে
নাই যে মনে জিদ,
তবুও দেখি কেমন করে
কোথায় গেল ঈদ!
সবাই যেন ব্যস্ত বেশি
গোশতো খাওয়ার মোহে,
আর কতকাল এই অনাচার
থাকবো আমরা সহে?
ভোগের বাটি চেটেপুটে
খাচ্ছে কতজনে,
ভোগবাদীদের এই চেহারায়
দ্বন্দ্ব জাগে মনে।
অনেকজনই লিপ্ত এখন
গোশতো খাওয়ার মোহে,
এই অনাচার হঠাৎ করে
বাড়ছে সমাজদেহে।
সাইয়িদ রফিকুল হক
২২/০৮/২০১৮
সাইয়িদ রফিকুল হক
গোরু কাটার আয়োজনে
নাই যে মনে জিদ,
তবুও দেখি কেমন করে
কোথায় গেল ঈদ!
সবাই যেন ব্যস্ত বেশি
গোশতো খাওয়ার মোহে,
আর কতকাল এই অনাচার
থাকবো আমরা সহে?
ভোগের বাটি চেটেপুটে
খাচ্ছে কতজনে,
ভোগবাদীদের এই চেহারায়
দ্বন্দ্ব জাগে মনে।
অনেকজনই লিপ্ত এখন
গোশতো খাওয়ার মোহে,
এই অনাচার হঠাৎ করে
বাড়ছে সমাজদেহে।
সাইয়িদ রফিকুল হক
২২/০৮/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৮/২০১৮ভালো লিখেছেন।
-
সাঁঝের তারা ২৩/০৮/২০১৮অতি বাস্তব ...
-
মধু মঙ্গল সিনহা ২২/০৮/২০১৮সত্য বলেছেন,শুভেচ্ছা অনন্ত!