কুরবানি
কুরবানি
সাইয়িদ রফিকুল হক
কুরবানিতে মাতাল এখন
গোশতো খাওয়ার পাগল,
তাইতো দেখি উর্ধ্বশ্বাসে
কিনছে গোরু-ছাগল।
ধর্মপ্রেমে মত্ত যারা
তারাও আছে মাঠে,
আল্লাহপ্রেমে যাচ্ছে তারা
কুরবানিরই হাটে।
নিয়তটুকু শুদ্ধ করে
দাও না সবাই কুরবানি,
তাইলে তুমি পরকালে
হবে বিরাট মানী।
সাইয়িদ রফিকুল হক
২০/০৮/২০১৮
সাইয়িদ রফিকুল হক
কুরবানিতে মাতাল এখন
গোশতো খাওয়ার পাগল,
তাইতো দেখি উর্ধ্বশ্বাসে
কিনছে গোরু-ছাগল।
ধর্মপ্রেমে মত্ত যারা
তারাও আছে মাঠে,
আল্লাহপ্রেমে যাচ্ছে তারা
কুরবানিরই হাটে।
নিয়তটুকু শুদ্ধ করে
দাও না সবাই কুরবানি,
তাইলে তুমি পরকালে
হবে বিরাট মানী।
সাইয়িদ রফিকুল হক
২০/০৮/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৯/২০১৮বেশ লাগলো
-
তাওহীদুল ইসলাম ২১/০৮/২০১৮সত্য বলেছেন
-
অর্ক রায়হান ২১/০৮/২০১৮সত্য কথা। ভালো লাগলো।
-
পি পি আলী আকবর ২০/০৮/২০১৮সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ২০/০৮/২০১৮অনবদ্য লেখনী। শুভেচ্ছা...