সাহিত্যপাঠে মন বসাতে হবে
সাহিত্যপাঠে মন বসাতে হবে
জীবনের অনেককিছুই সাহিত্যের মধ্যে খুঁজে পাওয়া যায়। এজন্যই বুঝি প্রথিতযশা সমালোচকগণ বলেছেন, “সাহিত্য সমাজের দর্পণ।” পণ্ডিতগণ ঠিকই বলেছেন। সাহিত্য সমাজের দর্পণ বলেই এর মাধ্যমে আমরা, আমাদের পুরা সমাজব্যবস্থাকে প্রত্যক্ষ করতে পারি। জীবনের অনেক রঙ-রূপও দেখতে পাই। নিজেদের অসঙ্গতিগুলোও চোখে পড়ে। আসলে, আয়নার সমানে না গেলে কারও ত্রটিবিচ্যুতি চোখে পড়ে না। সাহিত্যপাঠেই সমাজের ত্রুটিবিচ্যুতিগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর নিজেদের জীবনের দুর্বল দিকগুলোও এখানে ধরা পড়ে। তাই, আমাদের সাহিত্যপাঠ করতে হবে। সাহিত্যপাঠে মন বসাতে হবে।
জীবনের অনেককিছুই সাহিত্যের মধ্যে খুঁজে পাওয়া যায়। এজন্যই বুঝি প্রথিতযশা সমালোচকগণ বলেছেন, “সাহিত্য সমাজের দর্পণ।” পণ্ডিতগণ ঠিকই বলেছেন। সাহিত্য সমাজের দর্পণ বলেই এর মাধ্যমে আমরা, আমাদের পুরা সমাজব্যবস্থাকে প্রত্যক্ষ করতে পারি। জীবনের অনেক রঙ-রূপও দেখতে পাই। নিজেদের অসঙ্গতিগুলোও চোখে পড়ে। আসলে, আয়নার সমানে না গেলে কারও ত্রটিবিচ্যুতি চোখে পড়ে না। সাহিত্যপাঠেই সমাজের ত্রুটিবিচ্যুতিগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর নিজেদের জীবনের দুর্বল দিকগুলোও এখানে ধরা পড়ে। তাই, আমাদের সাহিত্যপাঠ করতে হবে। সাহিত্যপাঠে মন বসাতে হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইবনে মিজান ২৩/০৮/২০১৮right u r.
-
অর্ক রায়হান ২০/০৮/২০১৮সুন্দর। আরও বিস্তারিত লিখলে ভালো হতো।
-
মধু মঙ্গল সিনহা ২০/০৮/২০১৮অনবদ্য লেখনী। শুভেচ্ছা...