আর কতকাল কাঁদবিরে তুই
আর কতকাল কাঁদবিরে তুই
সাইয়িদ রফিকুল হক
আর কতকাল কাঁদবিরে তুই
এমন কষ্ট করে?
তারচে ভালো কান্না-কারণ
রাখ না বাক্সে ভরে।
যারা তোমার স্বপ্নচোখে
দিচ্ছে এনে জল,
ভাঙ্গতে হবে এবার থেকে
তাদের মনোবল।
বুকের ভিতর কষ্টগুলো
রেখো নাকো ধরে,
এবার তুমি ঘুরে দাঁড়াও
একটু কষ্ট করে।
আর কতকাল কাঁদবিরে তুই
এমন দুঃখ সয়ে,
এবার তাদের নিধন কর
কাঁদছো যাদের ভয়ে।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৮/২০১৮
সাইয়িদ রফিকুল হক
আর কতকাল কাঁদবিরে তুই
এমন কষ্ট করে?
তারচে ভালো কান্না-কারণ
রাখ না বাক্সে ভরে।
যারা তোমার স্বপ্নচোখে
দিচ্ছে এনে জল,
ভাঙ্গতে হবে এবার থেকে
তাদের মনোবল।
বুকের ভিতর কষ্টগুলো
রেখো নাকো ধরে,
এবার তুমি ঘুরে দাঁড়াও
একটু কষ্ট করে।
আর কতকাল কাঁদবিরে তুই
এমন দুঃখ সয়ে,
এবার তাদের নিধন কর
কাঁদছো যাদের ভয়ে।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৮/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৯/০৮/২০১৮খুব ভালো
-
মধু মঙ্গল সিনহা ১৮/০৮/২০১৮ভালো লাগল, ধন্যবাদ!