পিতা তোমার চোখে
পিতা তোমার চোখে
সাইয়িদ রফিকুল হক
তোমার চোখে স্বদেশ দেখি,
তুমি ছাড়া আর সব মেকী।
হে আমাদের হৃদয়ভূমি,
জেগে ওঠো পিতার চরণচুমি।
সবখানে আজ ছলনার জাল,
তুমি শুধু রেখে গেছ মহাকাল।
তোমার সত্যে আজও চলি পথ,
তোমার প্রেমে সব বাঙালির শপথ।
তোমার চোখে চিরসত্য ঝরে,
সব বাঙালির তোমায় মনে পড়ে।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৮/২০১৮
সাইয়িদ রফিকুল হক
তোমার চোখে স্বদেশ দেখি,
তুমি ছাড়া আর সব মেকী।
হে আমাদের হৃদয়ভূমি,
জেগে ওঠো পিতার চরণচুমি।
সবখানে আজ ছলনার জাল,
তুমি শুধু রেখে গেছ মহাকাল।
তোমার সত্যে আজও চলি পথ,
তোমার প্রেমে সব বাঙালির শপথ।
তোমার চোখে চিরসত্য ঝরে,
সব বাঙালির তোমায় মনে পড়ে।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৮/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরমান আলী বাবু ২০/০৮/২০১৮অনেক সুন্দর লেখনি
-
মধু মঙ্গল সিনহা ১৮/০৮/২০১৮অনন্য রচনা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৮/২০১৮অনন্য
-
Tanju H ১৭/০৮/২০১৮অসাধারণ,শুভেচ্ছা রইল।