ফুলকলিদের ঘুম ভেঙেছে
ফুলকলিদের ঘুম ভেঙেছে
জোছনা-ঝরা রাতে,
বিজনবনে প্রেমিকজনের
দেখছি গোলাপ হাতে।
রাতের আঁধার কেটে গেছে
জোছনা-রঙে ধুয়ে,
এমন মধুর শোভা দেখে
থাকবে তুমি শুয়ে?
ফুলকলিদের ঘুম ভেঙেছে
চাঁদরূপালি দেখে,
আজকে সবাই নেবো গায়ে
চাঁদের আলো মেখে।
জোছনা-ঝরা রাতে,
বিজনবনে প্রেমিকজনের
দেখছি গোলাপ হাতে।
রাতের আঁধার কেটে গেছে
জোছনা-রঙে ধুয়ে,
এমন মধুর শোভা দেখে
থাকবে তুমি শুয়ে?
ফুলকলিদের ঘুম ভেঙেছে
চাঁদরূপালি দেখে,
আজকে সবাই নেবো গায়ে
চাঁদের আলো মেখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৮/২০১৮অনেক ভাল লাগল।
-
মধু মঙ্গল সিনহা ১৭/০৮/২০১৮অনন্য রচনা।