প্রেম এখন
প্রেম এখন
প্রেম বলে করি নাকো
ভালোবাসা-তিরস্কার,
বুকভরা প্রেমে ডুবে
বিরহ তাই পুরস্কার!
মনকে বলি শুয়ে থাকো
চুপচাপ বন্ধু তুমি,
প্রেমের ভিটা এখন দেখি
শুকনো মরুভূমি!
প্রেম বলে ভাসি নাকো
ভালোবাসা-জলে,
প্রেম এখন মরে গেছে
অভিনয়ের ছলে!
প্রেম বলে করি নাকো
ভালোবাসা-তিরস্কার,
বুকভরা প্রেমে ডুবে
বিরহ তাই পুরস্কার!
মনকে বলি শুয়ে থাকো
চুপচাপ বন্ধু তুমি,
প্রেমের ভিটা এখন দেখি
শুকনো মরুভূমি!
প্রেম বলে ভাসি নাকো
ভালোবাসা-জলে,
প্রেম এখন মরে গেছে
অভিনয়ের ছলে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ১৬/০৮/২০১৮প্রেমকে প্রাণ দিয়ে ভালবাসতে হয়।ত্যাগ করলেই প্রেমের সার্থকতা।
-
মধু মঙ্গল সিনহা ১৫/০৮/২০১৮অনন্য রচনা।
-
রনি বিশ্বাস ১৪/০৮/২০১৮বিরহ পুরস্কার। সত্য বলেছেন বন্ধু। শুভেচ্ছা রইল।