সুযোগ পেলেই
সুযোগ পেলেই করবে তুমি
আমার দেশের ক্ষতি,
তবুও আমি বলবো তোমায়
হীরা-পান্না-মোতি!
দেশের শত্রু হয় না ভালো
এরা চশমখোর,
এদের মাথায় বুদ্ধি নাইরে
গায়ে শুধু জোর!
তোমার যত কীর্তি থাক না
হোক না যত পসার,
তবুও তুমি দেশের শত্রু
ঘৃণা পাবে সবার।
সুযোগ পেলেই করবে তুমি
আপনদেশের ক্ষতি,
ধরা পড়লে শাস্তি হবে
মানবে তখন নতি।
আমার দেশের ক্ষতি,
তবুও আমি বলবো তোমায়
হীরা-পান্না-মোতি!
দেশের শত্রু হয় না ভালো
এরা চশমখোর,
এদের মাথায় বুদ্ধি নাইরে
গায়ে শুধু জোর!
তোমার যত কীর্তি থাক না
হোক না যত পসার,
তবুও তুমি দেশের শত্রু
ঘৃণা পাবে সবার।
সুযোগ পেলেই করবে তুমি
আপনদেশের ক্ষতি,
ধরা পড়লে শাস্তি হবে
মানবে তখন নতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১২/০৮/২০১৮অসাধারণ।ধন্যবাদ প্রিয় বন্ধুকবি।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৮/২০১৮অসাধারণ।