গুজবসৃষ্টি সবচেয়ে বড় অপরাধ
গুজবসৃষ্টি সবচেয়ে বড় অপরাধ
রাষ্ট্রের ভিতরে যেকোনো গুজবসৃষ্টি সবচেয়ে বড় অপরাধ। এতে জাতির জীবনে, সহিংসতা, ভুলবুঝাবুঝি ও অপরাধের মাত্রা আরও বেড়ে যায়। কিছুসংখ্যক দুষ্টলোক এই গুজবসৃষ্টিতে মেতে ওঠে। দেশে কোনো সংকট বা ঘটনা ঘটলে এই চক্রটি নিজেদের স্বার্থে গুজবসৃষ্টিতে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে ওঠে। এদের মতো পশু আর হয় না। এরা কখনও মানুষ নয়।
আপনি যে বা যারই সমর্থন করুন না কেন, কখনও গুজবসৃষ্টি করবেন না। এটি অনেক বড় পাপ। েএককথায় মহাপাপ। আসুন, আমরা গুজবে কান না দেই।
রাষ্ট্রের ভিতরে যেকোনো গুজবসৃষ্টি সবচেয়ে বড় অপরাধ। এতে জাতির জীবনে, সহিংসতা, ভুলবুঝাবুঝি ও অপরাধের মাত্রা আরও বেড়ে যায়। কিছুসংখ্যক দুষ্টলোক এই গুজবসৃষ্টিতে মেতে ওঠে। দেশে কোনো সংকট বা ঘটনা ঘটলে এই চক্রটি নিজেদের স্বার্থে গুজবসৃষ্টিতে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে ওঠে। এদের মতো পশু আর হয় না। এরা কখনও মানুষ নয়।
আপনি যে বা যারই সমর্থন করুন না কেন, কখনও গুজবসৃষ্টি করবেন না। এটি অনেক বড় পাপ। েএককথায় মহাপাপ। আসুন, আমরা গুজবে কান না দেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ০৭/০৮/২০১৮Nice.
-
অর্ক রায়হান ০৬/০৮/২০১৮সহমত। কখনও কখনও গুজব বিরাট ক্ষতিকর! শুভেচ্ছা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৮/২০১৮সবাইকে বুঝতে হবে।
-
মধু মঙ্গল সিনহা ০৫/০৮/২০১৮সুন্দর, গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না।