ভণ্ডগুলো ছদ্মবেশী
ভণ্ডগুলো ছদ্মবেশী
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডগুলো ছদ্মবেশী
শয়তানীতে পারদর্শী,
তবুও দেখি বীর-বাঙালি
অনেক বেশি সাহসী।
ভণ্ডগুলোর মুখোশ খুলে
দেশটা বাঁচাও শক্তহাতে,
রাজক্ষমতা উঠবে নাকো
দেশদ্রোহীর পাতে।
মুক্তিযুদ্ধের বীর-চেতনা
আবার জাগাও সকল প্রাণে,
সন্ত্রাসীদের রুখতে হবে
দেশপ্রেমেরই টানে।
সাইয়িদ রফিকুল হক
০১/০৮/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডগুলো ছদ্মবেশী
শয়তানীতে পারদর্শী,
তবুও দেখি বীর-বাঙালি
অনেক বেশি সাহসী।
ভণ্ডগুলোর মুখোশ খুলে
দেশটা বাঁচাও শক্তহাতে,
রাজক্ষমতা উঠবে নাকো
দেশদ্রোহীর পাতে।
মুক্তিযুদ্ধের বীর-চেতনা
আবার জাগাও সকল প্রাণে,
সন্ত্রাসীদের রুখতে হবে
দেশপ্রেমেরই টানে।
সাইয়িদ রফিকুল হক
০১/০৮/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৮/২০১৮দেশ প্রেম যেন বিলীন হয়েছে আজ।
-
মধু মঙ্গল সিনহা ০২/০৮/২০১৮অনেক সুন্দর,অনেক অনেক ধন্যবাদ!