খেলতে গিয়ে
খেলতে গিয়ে
সাইয়িদ রফিকুল হক
খেলতে গিয়ে থেমে গেলি
ওরে ভীতু খোকা,
খেলার মাঠে ভয় পেলে কি
জিততে পারবি বোকা?
খেলার মতো খেলতে হবে
লড়তে হবে সতে,
ভয় পেয়ে তুই যাসনে পালায়
আবার কোনোমতে!
ফাউল করে খেলতে গিয়ে
পড়বি ধরা জালে,
খেলার মাঠটা ছেড়ে দিয়ে
যাসনে কোনো খালে!
জিততে হলে লড়তে হবে
মানুষ ভালোবেসে,
খেলার মাঠে থাকিস বসে
একটুখানি হেসে।
খেলতে গিয়ে পালায় গেলে
করবে লোকে ছিঃ ছিঃ,
খেলতে এসে বসলি কেন
এমন মিছামিছি?
সাইয়িদ রফিকুল হক
৩০/০৭/২০১৮
সাইয়িদ রফিকুল হক
খেলতে গিয়ে থেমে গেলি
ওরে ভীতু খোকা,
খেলার মাঠে ভয় পেলে কি
জিততে পারবি বোকা?
খেলার মতো খেলতে হবে
লড়তে হবে সতে,
ভয় পেয়ে তুই যাসনে পালায়
আবার কোনোমতে!
ফাউল করে খেলতে গিয়ে
পড়বি ধরা জালে,
খেলার মাঠটা ছেড়ে দিয়ে
যাসনে কোনো খালে!
জিততে হলে লড়তে হবে
মানুষ ভালোবেসে,
খেলার মাঠে থাকিস বসে
একটুখানি হেসে।
খেলতে গিয়ে পালায় গেলে
করবে লোকে ছিঃ ছিঃ,
খেলতে এসে বসলি কেন
এমন মিছামিছি?
সাইয়িদ রফিকুল হক
৩০/০৭/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ৩১/০৭/২০১৮সুন্দর ভাবনার উপস্থাপনা।