তোমার বুকে
তোমার বুকে
তোমার বুকের ভাঁজে-ভাঁজে
কেমন যেন অবিশ্বাস!
তোমার মনের রন্ধ্রে-রন্ধ্রে
কেমন যেন মিথ্যা আশ্বাস!
সবখানে আজ ছলচাতুরি
উঠেছে খুব দানা বেঁধে,
তাইতে এখন তোমার সঙ্গে
কথা বলতে হয় হয় সেধে!
তোমার বুকের ভাঁজে-ভাঁজে
শুনি শুধু মৃত-নিঃশ্বাস,
তোমার মনে নেই তো এখন
সঠিক কোনো বিশ্বাস।
তোমার বুকের ভাঁজে-ভাঁজে
কেমন যেন অবিশ্বাস!
তোমার মনের রন্ধ্রে-রন্ধ্রে
কেমন যেন মিথ্যা আশ্বাস!
সবখানে আজ ছলচাতুরি
উঠেছে খুব দানা বেঁধে,
তাইতে এখন তোমার সঙ্গে
কথা বলতে হয় হয় সেধে!
তোমার বুকের ভাঁজে-ভাঁজে
শুনি শুধু মৃত-নিঃশ্বাস,
তোমার মনে নেই তো এখন
সঠিক কোনো বিশ্বাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কলামিষ্ট নিজাম গাজী ৩০/০৭/২০১৮ভালো লেগেছে। শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় লেখক।
-
সাঁঝের তারা ৩০/০৭/২০১৮অনবদ্য
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৭/২০১৮খুব ভাল লাগল।
-
সমির প্রামাণিক ২৯/০৭/২০১৮ভালো লাগলো।