মিথ্যাবাদীরা
মিথ্যাবাদীরা
সাইয়িদ রফিকুল হক
মিথ্যাবাদীরা সবকিছু খাচ্ছে চেটেপুটে
সত্যবাদীরা এখন কোথায়?
নাকি তোমরাও এখন মিথ্যা চাটার দলে?
সত্যের গায়ে জমেছে বুঝি খুব দুর্গন্ধ
তাইতে তোমরা ছুটছো মিথ্যার পিছনে!
নরকের মুখে খুব হাসি ঝরছে
বারেবারে তাই শুনছি শুধু মিথ্যার হাসি,
সত্যবাদীরা এখন কোথায়?
তোমরাও বুঝি খুব ভালোবেসে মিথ্যা চাটার দলে!
সত্যের গায়ে এখন জমেছে অনেক বেশি জ্বর!
তার শরীরটা ভালো নাই সেই কবে থেকে,
সবখানে আজ অনিয়মের বিরাট বেড়াজাল,
কাকে মানবেন আর কাকে বিশ্বাস করবেন?
মানুষের আজ বিরাট অভাব দেখতে পাচ্ছি
কোথাও যেন মানুষের কোনো সাড়াশব্দ নাই!
এই মানুষকে জাগাতে আবার চাই মহাসত্যবাদী
সত্যবাদীরা এখন কোথায় লুকিয়ে রয়েছে?
নাকি তোমরাও লাভের হিসাব কষতে-কষতে
চিরতরে একেবারে খুব বেশি মিথ্যাবাদী হয়ে গিয়েছো?
সাইয়িদ রফিকুল হক
২৬/০৭/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মিথ্যাবাদীরা সবকিছু খাচ্ছে চেটেপুটে
সত্যবাদীরা এখন কোথায়?
নাকি তোমরাও এখন মিথ্যা চাটার দলে?
সত্যের গায়ে জমেছে বুঝি খুব দুর্গন্ধ
তাইতে তোমরা ছুটছো মিথ্যার পিছনে!
নরকের মুখে খুব হাসি ঝরছে
বারেবারে তাই শুনছি শুধু মিথ্যার হাসি,
সত্যবাদীরা এখন কোথায়?
তোমরাও বুঝি খুব ভালোবেসে মিথ্যা চাটার দলে!
সত্যের গায়ে এখন জমেছে অনেক বেশি জ্বর!
তার শরীরটা ভালো নাই সেই কবে থেকে,
সবখানে আজ অনিয়মের বিরাট বেড়াজাল,
কাকে মানবেন আর কাকে বিশ্বাস করবেন?
মানুষের আজ বিরাট অভাব দেখতে পাচ্ছি
কোথাও যেন মানুষের কোনো সাড়াশব্দ নাই!
এই মানুষকে জাগাতে আবার চাই মহাসত্যবাদী
সত্যবাদীরা এখন কোথায় লুকিয়ে রয়েছে?
নাকি তোমরাও লাভের হিসাব কষতে-কষতে
চিরতরে একেবারে খুব বেশি মিথ্যাবাদী হয়ে গিয়েছো?
সাইয়িদ রফিকুল হক
২৬/০৭/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৭/০৭/২০১৮মিথ্যাবাদী প্রকট আকার ধারণ করেছে।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৬/০৭/২০১৮বাস্তব