দেশজনতা
দেশজনতা
সাইয়িদ রফিকুল হক
দেশজনতার লাথি খেয়ে
হাসিস নারে পামর,
অনেক ক্ষোভে মানুষগুলো
দিছে একটু কামড়!
পশুর মতো চলিস নারে
বলিস নারে বাজে,
দেশজনতা গর্জে ওঠে
অনেক বড় কাজে।
নিজের ভুলে নিজের পাপে
খাচ্ছো তুমি লাথি,
তোমার পাশে থাকবে নাতো
দেশবিরোধী সাথী।
ভুল করেছো নিজের স্বার্থে
ধান্দা তোমার মনে,
দেশের ক্ষতি করছো তুমি
ভিনদেশীদের ধনে।
দেশজনতা জাগবে আবার
শক্তকঠিন পণে,
তোমার মতো দেশবিরোধী
থাকবে নাতো রণে।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৭/২০১৮
সাইয়িদ রফিকুল হক
দেশজনতার লাথি খেয়ে
হাসিস নারে পামর,
অনেক ক্ষোভে মানুষগুলো
দিছে একটু কামড়!
পশুর মতো চলিস নারে
বলিস নারে বাজে,
দেশজনতা গর্জে ওঠে
অনেক বড় কাজে।
নিজের ভুলে নিজের পাপে
খাচ্ছো তুমি লাথি,
তোমার পাশে থাকবে নাতো
দেশবিরোধী সাথী।
ভুল করেছো নিজের স্বার্থে
ধান্দা তোমার মনে,
দেশের ক্ষতি করছো তুমি
ভিনদেশীদের ধনে।
দেশজনতা জাগবে আবার
শক্তকঠিন পণে,
তোমার মতো দেশবিরোধী
থাকবে নাতো রণে।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৭/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৫/০৭/২০১৮দেশবিরোধীরা রণে ভয় পায়।
-
মোঃ মনিরুল ইসলাম ২৪/০৭/২০১৮অসাধারণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৭/২০১৮বেশ লিখেছেন।
-
জহির রহমান ২৪/০৭/২০১৮সারমর্ম ব্যাপক...
-
কে. পাল ২৪/০৭/২০১৮Valo
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৭/২০১৮বেশ সুন্দর
-
মোবারক হোসেন ২৪/০৭/২০১৮ভাল লাগা রইলো প্রিয় কবি।